আজাহারীর আমলনামাতে সালমান খানের নাম

ফেসবুকে আগে শুধু হাসি-ঠাট্টা হতো। এখন সেই সাথে ধর্ম প্রচারও হয়। নিঃসন্দেহে এটা একটি ভালো উদ্যোগ। কিন্তু, ইসলাম প্রচার করতে গিয়ে, কি বলে আর কি করে, সেটা তারা নিজেরাও বোঝে না। ইসলামিক ডিগ্রিধারী মানুষ তো আছেই, সেই সাথে অনেক সাধারন মানুষও আছে এই প্রচারে। এমন ইসলাম প্রচারকারীদের মধ্যে, আজ পর্যন্ত এমন একটিও মানুষ পেলাম না, যে কেয়ামতের দিন আর শেষ বিচারের দিন এর পার্থক্য বোঝে। তারা লেখে - আল্লাহ কেয়ামতের দিন অমুক শাস্তি দিবেন।

কেয়ামতের দিন, আল্লাহ সবকিছু ধ্বংস করে দিবেন। দীর্ঘ সময় পরে, আল্লাহ আবার সবকিছু সৃষ্টি করবেন, আবার মানুষকে প্রান দিবেন। এর পরে একদিন মানুষের বিচার করবেন। সেটাই শেষ বিচারের দিন। কেয়ামতের দিন ও শেষ বিচারের দিন, সম্পূর্ণ ভিন্ন দুটি দিন। কেয়ামতের দিন কোন বিচার বা শাস্তি হয় না। বিচার হবে, শেষ বিচারের দিন।

যাই হোক, শেষ বিচারের দিন সবাই বিচারে জন্য হাজির হবে। লাখো কোটি মানুষ বিচারে জন্য দাড়িয়ে থাকবে। তাদের ভীরে মিজানুর রহমান আজাহারী ও তার ভক্তরা সবাই থাকবে। সকলের হাতে আমলনামা দেওয়া হবে। আজাহারী সাহেব নিজের আমলনামা দেখে অজ্ঞান হবার মতন অবস্থা হবে। ওতে লেখা থাকবে, আজাহারী সাহেব ভারতীয় চিত্রনায়ক সালমান খানের সাথে প্রতিযোগীতা করেছেন। ইউটিউবে কে কত বেশী সাবস্ক্রাইবার বানাতে পারে, এর প্রতিযোগীতা করেছেন মিজানুর রহমান আজাহারী ও সালমান খান। আজাহারী সাহেব প্রথমেই অভিযোগ করবেন, তিনি কোনদিন সালমান খানের সাথে প্রতিযোগীতা করেননি।

সালমান খান অর্ধেক হিন্দু, অর্ধেক মুসলমান। এছাড়া সিনেমার অভিনেতা। তার আমলনামা কঠিন হওয়াটাই স্বভাবিক। সালমান খান নিজেও ভেবে এটার কুল-কিনারা করতে পারবে না - আজাহারী লোকটি কে, আর এর সাথে আবার প্রতিযোগীতা কবে হল?

উভয়ের কাছ থেকে তদন্তের আহবান আসবে। আল্লাহ আবশ্যই ন্যায়বিচার করেন। সঠিক তদন্ত হব, এবং সেই তদন্তে বেরিয়ে আসবে, আপনার নাম। হ্যা, আপনার নাম। দোষী হবেন আপনি। আপনি ফেসবুকে বলে বেড়িয়েছেন আজাহারী সাহেবের ভিডিও এতগুলি লাইক পেয়েছে। আপনি ফেসবুকে বলে বেড়িয়েছেন আজাহারী সাহেবের ইউটিউব চ্যানেল এতগুলি সাবস্ক্রাইবার পেয়েছে। আপনি বলে বেড়িয়েছেন, আজাহারী সাহেব সালমান খানের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন। ওহ আচ্ছা, আপনি এসব বলেননি। অন্য কেউ ফেসবুকে এসব বলেছে, আর আপনি লাইক ও শেয়ার করেছেন। এভাবে, আপনি আজাহারী সাহেবের আমলনামা ও আপনার নিজের আমলনামা, দুটোই নস্ট করছেন।

দ্রস্টব্যঃ কতগুলো লাইক পড়লো, কতগুলি ভিউ হল, কত সাবস্ক্রাইবার হল, এতে কিছু হয় না। আসল অর্জন হল - আজাহারী সাহেবের কথা শুনে কতজন ইসলাম গ্রহণ করেছেন, কতজন নামাজ শুরু করেছেন, কতজন সতকর্ম করেছেন। সাবস্ক্রাইবার না গুনে, ইমানদার ও সতকর্মশীল গুনুন। 

Comments

Post a Comment