বাংলাদেশে হিন্দুর সংখা কমলো কেন?


 স্বাধীনতার পরে বাংলাদেশে হিন্দুর সংখা ছিল ১৩% । এখন হয়েছে, ৮%। প্রায় অর্ধেক। এতা বেশ আশঙ্কাজনক। হিন্দুর সংখা কমতে পারে, তাই বলে পঞ্চাশ বছরেরও কম সময়ে অর্ধেক হয়ে যাবে !! এ ব্যাপারে দেশের বিভিন্ন বুদ্ধিজীবির বক্তব্য পাওয়া যায়। তারা একেবারে উদাহরন সহ ব্যাখ্যা করে বুঝিয়ে দেন , কোন কারনে হিন্দুরা দলে দলে দেশ ত্যাগ করে চলে যাচ্ছে। তারা কিভাবে অত্যাচারিত হয়, কিভাবে বৈষম্যের শিকার হয়, এসব বিষয়ে যত তথ্য বুদ্ধিজীবিদের কাছে আছে, এত তথ্য দেশের তথ্য  মন্ত্রনালয়েও নেই।  এসব বুদ্ধিজীবিরা নিখুত বর্ণনায় বলতে পারবে, কোন হিন্দু ব্যাবসায়ী চাদাবাজের খপ্পরে পড়েছে, কোন হিন্দু চাকরী পায়নি, কোন মন্দির ভাংচুর করেছে। তারা নিখুত বর্ণনায় বলতে পারবে, কোথায় কোন হিন্দু নারী ধর্ষণ হয়েছে । তবে, তারা ভুলেও কখনো এই কথা বলে না - হিন্দুরা আগে কতজন ছিল, আর এখন কতজন হয়েছে । 

সংখাগুলো বলেনা, কারন এই সংখা জানলে, আপনি নিজেই বুঝবেন  কতজন হিন্দু কমেছে। এর পরে আরো ভালোভাবে বুঝবেন, কিভাবে কমেছে, কেন কমেছে। 

সাল

হিন্দু জনসংখা

শতকরা

১৯৭৪

৯৭ লক্ষ

১৩.৫০%

১৯৮১

১ কোটি ৬ লক্ষ

১২.১৩%

১৯৯১

১ কোটি ১২ লক্ষ

১০.৫১%

২০০১

১ কোটি ১৮ লক্ষ

.৬০%

২০১১

১ কোটি ২৭ লক্ষ

.৫৪%

১৯৭৪ সালে হিন্দু ছিলো ১৩% আর এখন হয়েছে ৮%, এটা সঠিক তথ্য। তবে এই তথ্যের আড়ালে যে তথ্যটি লুকানো আছে সেটা হল - ১৯৭৪ সালে হিন্দু জনসংখা ছিল ৯৭ লক্ষ আর এখন ১ কোটি ২৭ লক্ষ। সংখা বেড়েছে, তাহলে শতকরা (%) হিসাব এত কম হল কিভাবে?

১৯৭৪ সালে হিন্দু সংখা ৯৭ লক্ষ হলেও সেটা তখনকার মোট জনসংখার ১৩% ছিল।  এখন হিন্দুর সংখা ১ কোট ২৭ লক্ষ হলেও, সেটা মোট জনসংখার ৮% এর বেশী হচ্ছে না। মুসলমানের সংখায় এত বেডেছে, যে, হিন্দুরা সংখায় বাড়লেও, শতকরা (%) হিসাবে হিন্দুরা কম হচ্ছে। প্রতি বছর হিন্দুর সংখা বাড়ছে। তবে মুসলমানের সংখা এত বেশী বড়েছে যে, হিন্দুরা শতকরা তে (%) কমে যাচ্ছে।  

ভারতে মুসলমানের সংখা ২০ কোটির উপরে, তবুও ভারতে মুসলমানেরা সংখ্যালঘু । কারন - ভারতে হিন্দুর সংখ্যা অনেক বেশী। ঠিক তেমনে, বাংলাদেশে হিন্দুর সংখ্যা কম মনে হবার কারন হল - মুসলমানের সংখা অনেক বেশী। বাংলাদেশে হিন্দুর সংখ্যা কোনদিন কমেনি, প্রতি বছর বেড়েছে। তবে মুসলমানের সংখ্যা এত বেশী বেড়েছে, যে হিন্দুদেরকে আনুপাতিক হারে আরো কম মনে হয়।       


Comments

Post a Comment