গাধার পরিশ্রম আর সিংহের সফলতা


কথাটা আগেও বহুবার শোনা গেছে। এখন আবার ফেসবুকে ঘুরছে। এমন অসাধারন যুক্তিতে জনগন মোহিত। লাইক ও শেয়ার করে ধন্য হয়। যুক্তিটি কি? - গাধা, দিনে ১৮ ঘন্টা পরিশ্রম করে, আর সিংহ ১৮ ঘন্টা ঘুমায়। পরিশ্রম যদি সফলতা আনতো , তাহলে গাধা বনের রাজা হতো। এভাবে যুক্তি দিয়ে মানুষকে সুকৌশলে কর্ম-বিমুখ করে দেওয়া হচ্ছে। মানুষ এসব ফাদে পা দেয়, কারন তারা শোনা কথায় বিশ্বাস করে। নিজে বুদ্ধি খাটিয়ে যাচাই করে দেখে না।

একটি চেষ্টা করে দেখুন। আগামী ১৫ দিন আপনার ঘর থেকে বের হবেন না। পাশের ঘরেও যাবেন না। কোন টিভি, ইন্টারনেট, ফোন, ইত্যাদি কিছুই থাকবে না। শুধু খাবার সরবরাহ করা হবে। এমন অবস্থায় ১৫ দিন থাকতে পারবেন? জানি, আপনি পারবেন না। শুধু আপনি নয়, কেউই এমন পারবে না। ওদিকে কয়েক হাজার মানুষ জেলখানাতে এভাবেই আছে।

জেলখানায় থাকা মানুষগুলি খুব ধৈর্যশীল। তারা দীর্ঘ সময় এক ঘরের ভেতরে থাকতে পারে। আপনার কি তেমন মনে হয়? না, জেলে থাকা মানুষগুলি মোটেই ধৈর্যশীল নয়। তারা ওভাবে থাকতে পারে, কারন তাদেরকে বাধ্য করা হয়। আপনি বাধ্য নন, তাই ওভাবে থাকতে পারেন না।

গাধা মোটেই পরিশ্রমী প্রাণী নয়। মানুষ ধরে, বেধে, পিটিয়ে, গাধাকে পরিশ্রম করতে বাধ্য করে। এমন বাধ্য করলে সিংহকে দিয়েও পরিশ্রম করানো যায়। সার্কাসের সিংহের পরিশ্রম দেখেছেন? সার্কাসের সিংহ কি ১৮ ঘন্টা ঘুমাতে পারে? 

এবার বলছি সফলতার কথা। সিংহ বনের রাজা, এটা আসলে সফলতা নয়, এটা হল - ক্ষমতা। মুখে যতই আদর্শের কথা বলেন না কেন, ক্ষমতার আসল উতস - গায়ের জোর। সিংহের গায়ের জোর বেশী, তাই সে বনের রাজা হতে পারে।

তাহলে সফলতা জিনিসটা কি?

আপনি ফুল থেকে, পান করার উপযোগি, নির্যাস বের করবেন। সেই নির্যাস বোতলে ভরে বিক্রি করবেন। এর জন্য কতজন মানুষ, কত বড় মেশিন ইত্যাদি লাগবে, সেটা হিসাব করুন। কত বড় ফ্যাক্টরি লাগবে, কত খরচ হবে, সেটা হিসাব করুন। 

এবার মৌমাছি দেখুন। মাত্র এক ফুট জায়গার মধ্যে, বিনা খরচে এমন ফ্যাক্টরি বানিয়ে, সেখানে ফুলের নির্যাস জমা করছে। মধু আসলে মৌমাছির বাচ্চাদের খাবার। এটা একমাত্র খাদ্য যা হাজার বছরেও পচে না। মানুষ ফল থেকে নির্যাস বের করে, জুস বানায়। কিন্তু ফুল থেকেও নির্যাস বের হয় এবং সেটা যে এত সুস্বাদু ও উপকারী হতে পারে ; মৌমাছি না থাকলে আমরা সেটা জানতেও পারতাম না। এটাকেই সফলতা বলে। আর, এমন সফলতা পরিশ্রম ছাড়া হয় না। আসল পরিশ্রমী প্রাণী হল মৌমাছি। এক চামচ মধু উতপন্ন করতে, ৮ টি মৌমাছি সারা জীবন কাজ করে।

পরিশ্রম ছাড়া সফলতা আসে না। অবশ্যই পরিশ্রম করতে হবে। তবে, এলোমেলো পরিশ্রমে কোন লাভ হয় না। সঠিক সময়ে, সঠিক কজে পরিশ্রম করলে সফলতা আসে।

Comments