সকল দোষ পতাকার

বিদেশী খেলোয়াড়ের একটি দল কি পরিমান সুযোগ সুবিধা পায়, সে ব্যাপারে কোন ধারনা আছে? অনেক আগে,, বিদেশী ক্রিকেট দলের (অনুর্ধ ১৬) একটি ট্যুরে গাইড হিসাবে কাজ করার সুযোগ হয়েছিল। বিদেশী খেলোয়াড়দের আন্তঃজাতিক মানের সুযোগ সুবিধা নিজের চোখে দেখেছি।

একবার এক গ্রামে ডাকাত দল এসেছিল। তার লুট তো করেছেই, সেই সাথে ডজন খানেক ধর্ষণও করেছে। গ্রামের লোকজন  তাতে দুঃখ পেলেও রাগ হয়নি। তারা রাগ হয়েছে একটি কারনে - ডাকাতেরা গ্রামের অমুক মেয়েকে চোখ মেরেছে কেন !!

বাংলাদেশে সফররত পাকিস্তানের ক্রিকেট দল বাংলাদশের মাটিতে পাকিস্তানের পতাকা টানিয়ে অনুশীলন করেছে। সেই ছবি সমগ্র দেশে ছড়িয়ে গেছে।  দেশব্যাপী নিন্দা শুরু হয়েছে। ইন্টারনেটে ঝড় বয়ে যাচ্ছে। 

  • পাকিস্তান দেশটির ১৫-২০ জন মানুষ (খেলোয়াড় ও কর্মকর্তা) বাংলাদেশে ঢুকেছে, এতে কোন সমস্যা হয়নি। 
  • পাকিস্তানীরা ৫-তারা হোটেল বা সমমানের সুযোগ-সুবিধা নিয়ে বাংলাদেশ অবস্থান করছে। এতে কোন সমস্যা নেই।  
  • পাকিস্তানীদের নিরাপত্তার জন্য, বাংলাদেশর আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ব্যাস্ত রয়েছেন। তাতে কোন সমস্যা হয়নি।  
  • দেশের শত মানুষ এই পাকিস্তানীদের সুযোগ-সুবিধা দিতে, দিন-রাত পরিশ্রম করছে। এতে কোন সমস্যা নেই।
  • বাংলাদেশ প্রতি বছর, পাকিস্তান থেকে অন্তত ৫০ কোটি ডলারের পন্য আমদানী করে। তাতে, সমস্যা হয় না।  

সমস্যা হয়েছে কিসে? পাকিস্তানি খেলোয়াড় অনুশীলনের সময় পতাকা টানিয়েছে কেন !!  

জাতির চেতনার কাছে, আমার একটাই প্রশ্ন - পাকিস্তান দলটিকে বাংলাদেশে ঢুকতে দেন কেন?



Comments