যেভাবে নাস্তিক হওয়া যায়


অমুক ক্রিকেট খেলোয়াড়ের খেলা দেখে আপনি বলতে পারেন, বলটা এভাবে মারলে ভালো হতো। ওদিকে, আপনি নিজে ক্রিকেট খেলতে জানেন না। অমুক সিনেমা দেখে বলেন, সিনেমাতে ওই ভুল হয়েছে। অথচ, আপনি নিজে সিনেমা বানাতে পারেন না। অমুক বই পড়ে বলেন, বইতে কি ভুল আছে। ওদিকে আপনি আপনি নিজে বই লিখতে পারেন না। দামী গাড়ীতে বসে, আপনি সেই গাড়ির ডিজাইনের ভুল ধরতে পারেন। অথচ আপনি নিজে, গাড়ীর ডিজাইন করতে পারেন না।

আমার বক্তব্য হলো - অন্যে কেউ যদি কোন বড় কাজ করে, তখন আমরা সেটার ভুল ধরতে পারি। কাজটা হয়তো নিজে করতে পারি না, কিন্তু অন্যের ভুল ধরতে পারি। এমন ভুল ধরাটা মাঝে মাঝে সঠিক হয়। অনেক বড় কোম্পানী কোন প্রোডাক্ট বানিয়েছে, একজন সাধারন মানুষ সেটার ভুল বের করতে পারে। এমনকি, মাঝে মাঝে সেই ভুল সংশোধনের জন্য ভালো পরামর্শও দিতে পারে।

এবার, আপনার কাছে যে সহায়তা চাচ্ছিঃ

প্রকৃতির যে কোন একটি পদ্ধতি বা নিয়মের ভুল ধরুন। সেই নিয়ম সংশোধনের জন্য নতুন কোন নিয়ম বা পদ্ধতি প্রস্তাব করুন। আপনার বিস্তারিত প্রস্তাবনা আমার কাছে ইমেইলে (smelite@yahoo.com) পাঠিয়ে দিন। আপনি যদি এমন করতে পারেন, আমি নিজে নাস্তিক হবো, এবং নাস্তিকতার স্বপক্ষে প্রচার শুরু করবো।

সমুদ্রের পানি, সূর্যের তাপে বাস্প হয়ে আকাশে উঠে, মেঘ হয়ে জমা হয়। সেই মেঘ গলে বৃষ্টি পরে। এটাই প্রকৃতির নিয়ম, প্রকৃতির পদ্ধতি। এই পদ্ধতিতে কি ভুল আছে, এমন না হয়ে কেমন হলে ভালো হতো, সেটা বিস্তারিত বর্ণনা করুন।

প্রকৃতির নিয়মে, আপনার দুইটি হাত থেকে কি অসুবিধা হয়েছে, সেটা আলোচনা করুন। আপনার কতটি হাত থাকলে সেটা ভালো হতো, কেন ভালো হতো, সেটা বর্ণনা করুন। মাটির নিচ সোনা-রুপা না থেকে গাছে থাকলে ভালো হতো। সোনা-রূপা কিভাবে গাছে থাকতে পারতো, সেটা বর্ণনা করুন।

এভাবে, যে কোন একটি প্রাকৃতিক নিয়মের ভুল খেজে বের করুন। সেই ভুলে সংশোধনের বিস্তারিত প্রস্তাব দিন।

দয়া করে, কমেন্টে দুই লাইন লিখেই, সেটাকে প্রাকৃতিক নিয়ম সংশোধনের প্রস্তাব  বলবেন না। বিস্তারিত প্রস্তাব, ইমেইলে (smelite@yahoo.com) পাঠান। নিজে নাস্তিক হোন। অন্যকে নাস্তিক হতে সহায়তা করুন।



Comments