জীবন রক্ষাকারী সমস্যা


চিড়িয়াখানার জীব-জন্তু রয়েছে, এমন একটি জাহাজ মাঝ সমুদ্রে, ঝড়ের কবলে পড়ে, ডুবে গেল। সেই জাহাজের একটি কিশোর, একটি নৌকা খুঁজে পেয়ে নৌকার উপরে ভাসতে থাকলো। হঠাৎ এক বেঙ্গল টাইগার এসে তার নৌকায় আশ্রয় নিলো। বাঘটিও ওই জাহাজে ছিলো।

বাঘের ভয়ে কিশোর ছেলেটি অস্থির। বাঘটি যাতে তাকে না খায়, সেজন্য সমুদ্রের মাছ ধরে, বাঘের খাবারের ব্যবস্থা করতে থাকলো। এভাবে তার নিজেরও খাবার জুটলো। নৌকার অদূরে, একটি ভেলা বানিয়ে, ছেলেটি নিজেকে নিরাপদ দূরত্বে রাখলো। এভাবে কেটে গেছে দিনের পর দিন। অবশেষে একদিন তারা ভাসতে ভাসতে কোন একটি দেশে, ডাঙ্গাতে গিয়ে ঠেকলো। বাঘটি দ্রুত জঙ্গলে পালিয়ে গেল। লোকজন এসে ছেলেটিকে উদ্ধার করলো। পরে জানা গেল, ছেলেটি প্রায় ৯ মাস সমুদ্রে ভেসেছে।

ঘটনাটা অনেকেরই পরিচিত মনে হবে। হ্যাঁ, এটা সিনেমার কাহিনী। কানাডার এক লেখকের বিখ্যাত উপন্যাস অবলম্বনে, ২০১২ সালে, হলিউডে নির্মাণ করা হয় - Life of Pi সিনেমাটি। পুরস্কার প্রাপ্ত উপন্যাসটি ছিলো বেস্ট সেলার। সিনেমাটাও ছিল পুরস্কার প্রাপ্ত ও ব্যবসা সফল।

আপনার কি কখনো এমন মনে হয়েছে, যে আপনার জীবনে একের পর এক সমস্যা আসতেই থাকে। একটি সমস্যা সমাধান করলে, আরেকটি সমস্যা হাজির হয়। লেখাপড়া একটা সমস্যা ছিলো। সেটা শেষ হবার পরে, চাকুরী খুঁজে পাওয়া সমস্যা। চাকুরী পাওয়া গেলে, সেখানে টিকে থাকা সমস্যা। বিয়ের জন্য ভালো পাত্র/পাত্রী পাওয়া সমস্যা। বিয়ের পর পরিবারে মানিয়ে নিতে সমস্যা। বাচ্চা হবার পরে, বাচ্চা পালন, এবং তাদের লেখাপড়া সমস্যা। বাচ্চা বড় হলে, বিয়ে দেওয়া সমস্যা। এভাবেই চলেছে বছরের পর বছর। একটি সমস্যা সমাধান করলে, আরেকটি সমস্যা হাজির হয়।
এমন সমস্যা শেষ হবে কবে?

কয়েক মিনিট সময় নিয়ে, চোখ বন্ধ করে, ভাবুন:
আজকে যদি আপনার সকল সমস্যা চিরতরে শেষ হয়ে যায়, তাহলে কালকে থেকে আপনি কি করবেন? করার জন্য কিছুই খুঁজে পাবেন না। জীবনের কোন উদ্দেশ্য খুঁজে পাবেন না। এমন উদ্দেশ্যহীনতা, আপনাকে আত্মহত্যার দিকে ঠেলে দিবে।

ওই কিশোর ছেলেটি ৯ মাস সমুদ্রে বেঁচে ছিল, তার কারণ, ওই বাঘ। প্রতি মুহূর্তে, সেই বাঘের কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে গেছে। এভাবেই বেঁচে রয়েছে দিনের পর দিন। বাঘটি যদি না থাকতো, হতাশায়, অনাহারে ১০-১৫ দিনের মধ্যেই ছেলেটি মারা যেতো।

আপনার জীবনের সমস্যাগুলো ওই বাঘটির মতন, আপনার বেঁচে থাকার কারণ। সমস্যা আছে বলেই আপনি বেঁচে আছেন। একের পর এক সমস্যায় পড়ে, আপনার জীবন রক্ষা হচ্ছে।

Comments