বালিকা বধূ


যে জমিটির মুল্য এখন ১ কোটি টাকা, একশো বছর আগে সেই জমিটির মুল্য কত ছিলো বলে আপনার ধারনা? নতুন প্রজন্মের অনেকে কল্পনাও করতে পারবে না। শত বছর আগে ওই জমির মুল্য ছিলো বড়জোর ১০০ টাকা !!!

আপনার দাদা যদি সেই আমলে, তেমন জমি বিক্রি করে থাকেন, তাহলে তাকে কি এই কথাটা বলতে পারবেন - কোটি টাকার জমি মাত্র ১০০ টাকায় বিক্রি করেছিলে কেন?

না, তেমন বলতে পারবেন না। কারন সেই আমলে ওই জমির দাম ১০০ টাকাই ছিলো। আজকের দিনে আপনি যদি প্রশ্ন তোলেন, "১০০ টাকায় বিক্রি করেছিলে কেন"। তাহলে, সেটা অনেক বড় বোকামী। 

আপনার পরিবারে, বংশানুক্রমে বিয়ের বয়স, (আনুমানিক) এমন...... 

  • ১০ বছর আগে, বোন বিয়ে করেছিল - ৩০ বছর বয়সে
  • ৫০ বছর আগে, মা বিয়ে করেছিলো - ২০ বছর বয়সে
  • ১০০ বছর আগে, নানী/দাদী বিয়ে করেছিলো - ১৫ বছর বয়সে
  • ১৫০ বছর আগে, দাদার মা বিয়ে করেছিলো - ১২ বছর বয়সে

আরো আগে গেলে দেখতে পারবেন, ২০০ বছর আগে, কোন মেয়ের ১০ বছর বয়স হলেই লোকজন বলাবলি করতো - মেয়েটির বিয়ের বয়স হয়ে গেছে, জলদি বিয়ে দিতে হবে। এখন আপনি যদি নিজের দাদাকে প্রশ্ন করেন - তুমি ১২ বছরের মেয়ে বিয়ে করেছিলে কেন? সেটা হবে অনেক বড় বোকামী। কারন সেই যুগের মেয়েদের ১০-১২ বছরেই বিয়ে হতো।

এবার আপনি, চিন্তা করুন, ৫০০ বছর আগে কেমন অবস্থা ছিলো, হাজার বছর আগে কেমন অবস্থা ছিলো। হাজার বছর আগে হয়তো ১০ পয়সায় বিশাল জমি পাওয়া যেতো, আর ৮ বছরের মেয়ে বিয়ে হতো। 

দেড় হাজার বছর আগের মানুষ, মুহম্মদ (স) অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছিলেন কেন? এই প্রশ্ন জিজ্ঞাসা করাটা, অনেক বড় বোকামী

Comments