পরকালে শাস্তির প্রমান কি?


মৃত্যুর পরে কী হবে সেটা তো কেউ কখনও জানতে পারে না। মৃত্যুর পরে ফিরে আসার উপায় নেই। তাই পরকালে কি আছে সেটা নিশ্চিতভাবে জানা যায় না। তাই, পরকালে কি হবে সেটা রহস্যই থেকে যায়। সেই রহস্যকে পুজি করেই কি পরকালে শাস্তির ভয় দেখানো হয়?

ছবিতে ওই মাছটি দেখুন। বড়শিতে কামড় দেবার আগে, ওই মাছকে যদি বোঝানো হতো

  • ওটা কামড় দিবে না। ওটা কামড় দিলে, তোমার মুখে আটকে যাব। তারপরে তোমাকে টেনে পানির বাইরে নিয়ে যাবে। পানির বাইরে দুই পায়ে হাটে, এমন প্রাণী (মানুষ) আছে। তাদেরই একজন তোমাকে টেনে পানির বাইরে নিয়ে যাবে। ওখানে আরো কয়েকজন ধারালো ছুরি, চাকু নিয়ে, তোমাকে কেটে টুকরো করার জন্য অপেক্ষা করছে। টুকরো করে কাটার পরে, তোমার দেহের খণ্ডগুলো গরম তেলে ভাজি করে, তারপরে খেয়ে ফেলবে। ভুলেও ওই বড়শিতে কামড় দিও না।

এই কথাগুলো শুনে, মাছটি বলতো - পানির বাইরে কি আছে, সেটা কেউ কখনো জানতে পারে না। সেজন্য আমাকে অযথা ভয় দেখাচ্ছো?

Comments