বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। আমরা "বাঘের ভয়" বুঝি। বাঘ অনেক শক্তিশালী ; খুব সহজেই আমাকে হত্যা করতে পারে। সেজন্য আমরা বাঘকে ভয় করি। এই বিষয়টি আমরা জানি, বুঝি। তবে, আল্লাহকে ভয় করাটা আসলে কেমন? সেটা যদি বাঘের ভয়ের মতন না হয়, তাহলে সেই ভয়টা কেমন?
বাঘের ভয় আর আল্লাহকে ভয়, এই দুটি জিনিসের পার্থক্য বুঝতে হলে, প্রথমে শক্তি ও ক্ষমতার পার্থক্য বুঝতে হবে।
বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তি কে? অতীতে, ভবিষ্যতে সবসময়ই বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তি হলেন - প্রধানমন্ত্রী। গত প্রায় ৩৫ বছর ধরে, পালাক্রমে দেশের প্রধানমন্ত্রী থেকেছেন - খালেদা জিয়া ও শেখ হাসিনা। তাদের দুজনের বয়সই ৭৫+। তারা দুজনই দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তি।
এই দুই ক্ষমতাধর নেত্রীকে, ৫০ কেজির একটি বস্তা উচু করতে বলুন। তারা কেউই সেটা পারবে না। তাদের শরীরে এতটা শক্তি নেই। অথচ, আপনি ঠিকই ৫০ কেজের বস্তা উচু করতে পারেন। একটু কস্ট হলেও পারেন। আপনার শরীরে শক্তি আছে। এটাই হলো শক্তি ও ক্ষমতার পার্থক্য।
আমরা আল্লাহর ব্যাপারে "সর্বশক্তিমান" কথাটি বলি। এমনকি সকল ধর্মের মানুষই ইশ্বরকে সর্বশক্তিমান বলে। আসলে, বিষয়টা শক্তি নয় ; বিষয়টা হলো - ক্ষমতা। আল্লাহ সর্বক্ষমতাবান। সবকিছুই আল্লাহর ক্ষমতার আওতার ভেতরে। ক্ষমতার সেই আওতা বা গোন্ডিটা কেমন, সেটা বোঝার জন্য, নিচে বর্নিত সহজ কাজটি করুনঃ
লাল সবুজ রঙের একটি বিশেষ কাপড় চেনেন নিশ্চয়ই (বাংলাদেশের পতাকা)। এমন একটি কাপড় (পতাকা) কিনবেন। এরপর, সেই কাপড়টি ভাঁজ করে, বগলদাবা করে, দেশের যে কোন একটি ব্যস্ত রাস্তার মোড়ে যাবেন। তারপর কাপড়টা আগুনে পোড়াবেন। আশেপাশে যাতে আগুন না ছড়িয়ে পড়ে, সেজন্য পোড়ার শেষ অংশটুকু বারবার জুতা পায়ে মাড়িয়ে, আগুন পুরোপুরি নিভিয়ে ফেলবেন।
এই সহজ কাজটি করতে পারবেন তো?
আপনাকে দিয়ে জোর করিয়েও এই কাজটি করানো যাবে না। কারন আপনি ভয় করেন। দেশের প্রশাসন, দেশের আইন-কানুন ভয় করেন। দেশের সরকারকে ভয় করেন।
আপনাকে কয়টি বন্দুক দিলে, পতাকা পোড়ানোর সাহস পাবেন?
আপনাকে বন্দুক, কামান, যেটাই দেওয়া হোক না কেন ; আপনি কখনোই এই ভয় থেকে মুক্ত হতে পারবেন না। আপনি কখনোই প্রকাশ্যে পতাকা পোড়াতে পারবেন না।
অথচ, আপনাকে একটা রাইফেল দিলে, আপনি অনায়াসে বাঘের সামনে দাড়ানোর সাহস পাবেন। আপনার সাথে দুই-তিনজন বন্দুকধারী শিকারী দিলে - আপনি নির্ভয়ে বাঘের সামনে দাড়াতে পারবেন।
এই পার্থক্যর কারন কি? কারন হলো - শক্তি ও ক্ষমতা।
আপনি যেমন ৫০ কেজি শক্তিশালী, কিন্তু ক্ষমতা নেই। বাঘও তেমনই ৫০০ কেজি শক্তিশালী, কিন্তু ক্ষমতা নেই। বাঘের গায়ে আপনার চেয়ে শক্তি বেশী, সেজন্য আপনি বাঘকে ভয় পান। কিন্তু, বাঘকে ঘায়েল করার অস্ত্র, বন্দুক থাকলে বাঘকে কোন ভয় নেই। তাছাড়া জঙ্গলের বাইরে চলে গেলে, বাঘ আপনাকে খুজেও পাবে না।
ওদিকে প্রশাসন বা সরকার হলো ক্ষমতাবান। আপনার যতই বন্দুক বা অস্ত্র থাকুক না কেন, সরকারকে ঘায়েল করা যায় না। এমনকি, আপনি দেশের যে প্রান্তে থাকুন না কেন, আপনি সবসময়ই সরকারের ক্ষমতার আওতার মধ্যে।
আল্লাহকে ভয় করাটা কিছুটা প্রশাসন বা সরকারকে ভয় করার মতন। আল্লাহ সর্বক্ষমতাবান। আপনি যেখানেই থাকুন না কেন, সবসময়ই আল্লাহর ক্ষমতার আওতার ভেতরে আছেন।
Jazakallah Khair ❤️
ReplyDelete💛
Delete