যুক্তি দিয়ে ইশ্বর প্রমান


কোন সৃষ্টিকর্তা ছাড়া, পুরো মহাবিশ্ব এমনিতেই কিভাবে সৃষ্ট হতে পারে, সেটা আজকে জানবো। আপনি এমন প্লাস্টিকের বর্ণমালার ব্লক দেখেছেন। এগুলো আসলে বাচ্চাদের খেলনা। এভাবে খেলার ভেতরে বর্ণমালার শেখে। আজকে এই বর্ণমালা দিয়েই বিষয়টা বুঝিয়ে দিব।

ধরুন, আপনার কাছে এমন অনেক বর্ণমালা আছে। এমন কিছু বর্ণমালা দুই হাতে নিয়ে, এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছেন। এমন সময়, আপনার হাত থেকে কয়েকটি বর্ণ নিচে পড়ে গেল। তাকিয়ে দেখলেন, ঐ কয়েকটি অক্ষর নীচে পড়ে, আপনার নাম লেখা হয়ে গেছে।

  • এমন সবসময় হয় না, তবে হটাত হয়ে যেতে পারে। এমন ঘটনাকে কাকতালীয় বলে।

ধরুন, আপনি এমন প্লাস্টিকের বর্ণমালার একটি দোকান খুলবেন। আপনার দোকানে এমন হাজার প্যাকেট বর্ণমালা থাকবে। আপনি পাইকারী দরে, কয়েক হাজার প্যাকেট কিনলেন। ট্রাক এসে আপনার দোকানে ডেলিভারি করলো। ট্রাক থেকে অনেক প্যাকেট নামানোর সময়, এদিক সেদিক দুই-একটা ব্লক পরে যায়। এভাবেই, ৬০-৭০টি অক্ষর রাস্তায় পরে রয়েছে। তাকিয়ে দেখলেন, ঔখানে আপনার পুরো ঠিকানা লেখা হয়ে গেছে।

  • এত বড় কাকতালীয় ঘটনা ঘটে না। তবুও, এমন যদি ঘটেই যায়, তাহলে সেটা অনেক বড় নিউজ হবে। টেলিভিশনে দেখা যাবে, ইন্টারনেটে ভাইরাল হবে।

আপনি এই প্লাস্টিকের ব্লকের ব্যাবসা করে বেশ লাভবান হয়েছেন। আপনি এখন পাইকারী বিক্রি করেন, অন্য শহরে সাপ্লাই দেন। চীন থেকে জাহাজ ভরে, এমন প্লাস্টিকের বর্ণমালা আমদানী করেন। একবার, এমন একটি জাহাজ ডুবে গেলো।কোটি কোটি প্লাস্টিকের বর্ণমালা, সমুদ্রের পানিতে ভাসছে। দেখা গেল, তেমন কোটি বর্ণমালাতে পুরো ইংরেজী ডিকশনারী লেখা হয়ে গেছে।

  • এমন ঘটনা কোনদিনই ঘটবে না। আপনি যদি কোনদিন কোন টিভি নিউজে এমন কোন ঘটনা দেখেন, আপনি বলবেন, এটা ভুয়া নিউজ। কারন এমন ঘটা অসম্ভব।

হটাত করে হওয়া ঘটনা, কাকতালীয় ঘটনা, এসবের একটা সীমা আছে। চার-পাচটি অক্ষর নীচে পরে, আপনার নাম লেখা হতে পারে। ৭০টা অক্ষর নীচে পরে, কাকতালীয়ভাবে আপনার ঠিকানা লেখা হতে পারে। কিন্তু, কোটি অক্ষর জাহাজ থেকে পরে, পুরো ডিকশনারী লেখা হতে পারে না।

এমনি এমনি, হটাত করে, কাকতালীয় ভাবে, সামান্য একটি ডিকশনারীই হয় না। পুরো মহাবিশ্ব, হটাত করে, এমনি এমনি হয় কিভাবে?

দেখুনঃ বিজ্ঞান দিয়ে ইশ্বর প্রমান


Comments