সুইস ব্যাংক এর ঠিকানা


সেই বাল্যকাল থেকে শুনে আসছি, সুইস ব্যাংক এর নাম। এটা এমনই এক ব্যাংক যেখানে অতিশয় ধনী ব্যাক্তিরা টাকা রাখে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কালো টাকা এই ব্যাঙ্ক এ রাখে। এই ব্যাংক খুবই নিরাপদ। এই ব্যাংকে টাকা রাখলে সেটার তথ্য, অন্য কাউকে জানানো হয় না। এই কারনেই, কালো টাকার মালিকেরা সুইস ব্যাংক এ টাকা রাখে। 
আপনি নিজে যদি কয়েক বছর সুইজারল্যান্ড এ থেকে থাকেন তাহলে আসল ঘটনা জানেন। তা না হলে, সুইস ব্যাংক বিষয়ক আপনার ধারনা এই আগের প্যারার মতন। এটা এক বিশেষ ব্যাংক, যেখানে অতি ধনীরা  টাকা রাখে, কালো টাকা এখানে নিরাপদে থাকে। 

আসলে সুইস ব্যাংক বলে কোন ব্যাংক নেই। 

সুইজারল্যান্ড এর যে কোন ব্যাংক কে সুইস ব্যাংক বলা হয়। সুইস ব্যাংক কথাটির অর্থ, সুইজারল্যান্ড এর ব্যাংক।  আমরা যেমন বলি, ভারতীয় ব্যাংক, পাকিস্তানী ব্যাংক, চাইনিজ ব্যাংক, আমেরিকান ব্যাংক। ঠিক তেমনি সুইস ব্যাংক - সুইজারল্যান্ড এর ব্যাংক। 

সুইজারল্যান্ড দেশটিতে মোট প্রায় ২৫ টি ব্যাংক রয়েছে। এর মধ্যে মাত্র দুটি ব্যাংক আন্তঃজাতিকভাবে পরিচিত UBS Group এবং  Credit Suisse Group। দেশটির ভেতরে পরিচিত  তিনটি ব্যাংক Zurich Cantonal Bank, Raiffeisen এবং  PostFinance । বাকি ২০ টি বেসরকারী ব্যাংক। এই কয়টি ব্যাংক আমাদের দেশেও রয়েছে। 

এবার দেখুন এই ব্যাংকগুলির স্টাটাস, এরা কত ধনী আর কত বড় ?   মোট সম্পদের ভিত্তিতে, বিশ্বের সেরা দশটি ব্যাংক এর নাম দেওয়া হল - 

1. ICBC (China)  Industrial and Commercial Bank of China    4.32 ট্রিলিয়ন ডলার  
2 CCB (China) China Construction Bank                             3.65 ট্রিলিয়ন ডলার 
3 ABC (China) Agricultural Bank of China                             3.57 ট্রিলিয়ন ডলার 
4 CBC (China) Bank of China                                             3.27 ট্রিলিয়ন ডলার 
5 Mitsubishi (Japan)  UFJ Financial Group                             2.89 ট্রিলিয়ন ডলার 
HSBC (UK) Hongkong Shanghai Bank Corporation             2.71 ট্রিলিয়ন ডলার 
7 JPMorgan (USA) Chase                                                     2.69 ট্রিলিয়ন ডলার 
Bank of America (USA)                                                     2.43  ট্রিলিয়ন ডলার 
9 BNP (France) Paribas                                                             2.42  ট্রিলিয়ন ডলার 
10 (France) Crédit Agricole                                                     2.26  ট্রিলিয়ন ডলার 

লক্ষ্য করুন, সবচেয়ে বড় ব্যাংক এর তালিকার প্রথম চারটি ব্যাংকই চীনের। সুইজারল্যান্ড এর কোন ব্যাংক এই সেরা দশ এ নেই। এই তালিকাতে তাদের আবস্থান আবশ্যই আছে, তবে সেটা কোথায় ?

33.UBS (Switzerland) United Bank of Switzerland                 0.97  ট্রিলিয়ন ডলার 
41 CSG (Switzerland) Credit Suisse Group                            0.81  ট্রিলিয়ন ডলার  

এই লেখার শুরুতেই সুইজারল্যান্ডের এই দুটি ব্যাংক এর কথা বলেছি। এগুলি দেশটির সেরা ব্যাংক। সেরা হবার পরেও এরা তালিকাতে ৩৩ ও ৪১ পর্যন্ত পৌঁছতে পেরেছে। এবার সেরা দশ এর তালিকার ৬ নম্বর HSBC ব্যাঙ্কটিকে  আপনি চিনেন। বাংলাদেশে এদের শাখা আছে। এই ব্যাঙ্কটির সাথে সুইজারল্যান্ডের সেরা দুটি ব্যাংক এর সম্পদের তুলনা করুন।  সুইজারল্যান্ডের সেরা দুটি  ব্যাংক একসাথে করলেও সেটার মোট  সম্পদ, HSBC ব্যাঙ্ক এর মাত্র ৬০% হবে।  

এবার আপনি বলুন, HSBC ব্যঙ্ক এ একাউন্ট খুলতে গেলে হাতির মালিক হতে হয়, নাকি জাহাজের মালিক হতে হয়? কিছুই লাগে না। ঠিক তেমনি, সুইজারল্যান্ডের ব্যাংকগুলিতে  সবাই একাউন্ট খোলে। ওই দেশের , কুলি, মজুর ,মুচি, মেথর, সকলেরই একাউন্ট ঐ ব্যাংকগুলিতে রয়েছে। সুইস  ব্যাংক যে ধনীদের টাকা রাখার ব্যাংক, এটা একটি বাজে কথা। 

এমন একটা বাজে কথা যুগ যুগ ধরে চলে আসছে কিভাবে? 

এর পেছনে মাত্র একটি কারন আছে। একটি হল, সময়।  শতবছর আগে সুইজারল্যন্ডের ব্যাঙ্কগুলি একটি সুবিধা দেওয়া শুরু করে। সেটা হল, গ্রাহকের গোপনীয়তা রক্ষা করা। সেই আমলে অন্যান্য দেশের ব্যাংক তেমন গোপনীয়তা রক্ষা করতে পারতো না। সেই যুগে, সেটার কোন দরকারও ছিল না। এই গোপনীয়তার সুবিধার জন্য, বিশ্বের বিভিন্ন দেশের কালো টাকার মালিক সুইজারল্যান্ডের ব্যাংকগুলিতে টাকা রাখতে শুরু করলো। সেই যে একবার নাম ছড়িয়েছিল - সেই নাম এখনো মানুষ মুখস্ত করে রেখেছে। 

এখন বিশ্বের সকল দেশেই গ্রাহকের গোপনীয়তা রক্ষা করা হয়। দুর্নীতির  কারনে, আমরা হয়তো তেমন শক্তভাবে গোপনীয়তা রক্ষা করতে পারি না। তবে, উন্নত দেশগুলিতে খুব ভালো গোপনীয়তা রক্ষা করা হয়।  বেশীদুর যেতে হবে না, পাশের দেশ ভারতের ব্যাঙ্কগুলির গ্রাহকের গোপনীয়তা দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন। 

যেটা বোঝা গেল - সুইস ব্যঙ্ক বলে কোন ব্যাংক নেই। সুইজারল্যান্ডের যে কোন ব্যাঙ্কই সুইস ব্যাংক। এই যুগে,  সুইজারল্যান্ডের ব্যাংক এ বিশেষ কোন সুবিধা নেই। সকল উন্নত দেশের ব্যাংকগুলিতে একই সুবিধা রয়েছে। 

দ্রস্টব্যঃ এই  UBS (United Bank of Switzerland) ব্যাঙ্কটি ১৯৯৮ সালের আগে SBC (Swiss Bank Corporation) নামে পরিচিত ছিল।  



Comments