একটি মেয়ে, বাল্যকাল থেকে তার দাদীর কাছে শুনে আসছিল - কোন একদিন তার স্বপ্নের রাজকুমার ঘোড়ায় চড়ে তার কাছে আসবে। মেয়েটি ধীরে ধীরে বড় হয়, আশায় থাকে, কবে স্বপ্নের রাজকুমারকে খুঁজে পাবে। এভাবে মেয়েটি স্কুল, কলেজ, পেরিয়ে অন্য শহরে বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়।
একটি ছেলের সাথে তার পরিচয় হয়। ছেলেটি তাকে খুব পছন্দ করে। মেয়েটির প্রতি সে খুবই যত্নশীল। যেভাবেই হোক, মেয়েটিকে সুখী রাখার চেষ্টা করে। অবশেষে দুজনের মধ্যে বেশ আন্তরিকতা হয়। একদিন ছেলেটি প্রেম নিবেদন করলে, মেয়েটি তাকে এই কথা বলে ফিরিয়ে দেয় - তুমি খুব সাধারণ, আমার যোগ্য নও।
এভাবেই দিনের পর দিন কেটে যায়। অনেক ধরণের ঘটনার পরে, শেষপর্যন্ত মেয়েটা ওই ছেলেটির প্রকৃত ভালবাসা বুঝতে পারে। ছেলেটিকে গ্রহণ করে।
নিজের ভুল বুঝতে পেরে, মেয়েটি তার দাদীকে বলছে - তুমি আমাকে ভুল বলেছিলে। স্বপ্নের রাজকুমার ঘোড়ায় চড়ে আসে না। স্বপ্নের রাজকুমার একজন সাধারন মানুষ, যে সুখে দুঃখে সবসময়ই পাশে থাকে।
ওই মেয়েটির মতন, আমরাও যুগে যুগে ভুল জেনে আসছি। আল্লাহর নেক বান্দা বলতে আমরা কোন দরবেশ, পীর সাহেব, সুফি, সাধক, ইমাম সাহেব ইত্যাদি বুঝি। নেক বান্দা সারাদিন তজবী হতে বসে থাকে। আমরা মনে করি, নেক বান্দা সারাদিন শুধু মসজিদে বসে থাকে, বাইরের জগত কিছু চেনেই না। আমরা মনে করি, আরো বড় নেক বান্দা লোকালয় ত্যাগ করে পাহাড়ে অথবা জঙ্গলে গিয়ে থাকে।
আল্লাহর নেক বান্দা একজন সাধারণ মানুষ, যে তার স্বাভাবিক দৈনন্দিন কার্যকলাপ, আল্লাহর দেওয়া নিয়ম মেনে করে।
"নেক" কথাটির অর্থ ভালো। নেক বান্দা মানে, ভালো বান্দা। ভালো বান্দা হতে গেলে, আল্লাহর দেওয়া আদেশ নিষেধ মেনে চলতে হবে। মনে রাখবেন, "নামাজ পড়া" কোন নেক বান্দার লক্ষন নয়। নামাজ হলো মুসলমান হবার লক্ষন। সবাই নামাজ পড়বে।
আপনি অফিসে চাকুরী করেন, আল্লাহকে ভয় করে, ঘুষ নেন না। আপনি একজন নেক বান্দা। আপনি আল্লাহকে ভয় করে, সুদের লেনদেন করেন না। আপনি একজন নেক বান্দা। আপনি ব্যবসা করেন, আল্লাহকে ভয় করে, ক্রেতাকে ঠকান না। আপনি একজন নেক বান্দা। রাস্তায় চলার সময়, আল্লাহকে ভয় করে, পর-পুরুষ বা পর-নারীর দিকে তাকান না। আপনি একজন নেক বান্দা। এভাবে সর্বদা আল্লাহকে ভয় করতে হবে। দৈনন্দিন কাজে আল্লাহর আদেশ মেনে চলতে হবে। তেমন করলে, আপনি একজন নেক বান্দা।
ইসলামের একটি বড় সৌন্দর্য হলো - ইসলাম আমাদেরকে সমাজ ও পরিবারের ভেতরে রেখে দিয়েছে। নেক বান্দা হবার জন্য সংসার ত্যাগ করে, জঙ্গলে তপস্যা করা লাগে না। আপনি চাকরি করে, ব্যবসা করে, ঘর-সংসারে করে, নেক বান্দা হতে পারবেন।
দৈনন্দিন কার্যকলাপ আল্লাহর দেওয়া নিয়ম অনুসারে করতে হবে। সেই নিয়ম কোথায় পাবে? কোরআন ও হাদিসে সেই নিয়ম লেখা আছে। রাসুল (স) নিজে সেই কাজগুলো করে দেখিয়েছেন।
সকল দৈনন্দিন কার্যকলাপ, আল্লাহর দেওয়া নিয়ম মেনে করুন। আল্লাহর নেক বান্দা হোন।
MashaAllah. Allah bless you.
ReplyDeleteThank you. Zazak-Allah Khair
Delete