মাঝে মাঝে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে সন্দেহ হয়


সন্দেহর প্রধান কারন - আপনি আল্লাহর রহমত দেখার চেষ্টা করেন না। আল্লাহ প্রতি মুহুর্তে আপনাকে রহমত করেন। কিন্তু, আপনি সেগুলো চোখেই দেখেন না।

আল্লাহর রহমত চোখে দেখার সহজ উপায় হলো - আল্লাহর কাছে চাইতে থাকুন।

কি চাইবেন?

যারা মা-বাবার টাকায়, অন্য শহরে থেকে লেখাপড়া করেছেন ; তারা এই বিষয়টি ভালো বুঝবেন। মা-বাবা আপনাকে বরিশাল থেকে ঢাকা পাঠিয়েছেন। আপনার সকল প্রয়োজন তাদেরকে জানান। আপনার যা প্রয়োজন, সেগুলো দেওয়া আপনার মা-বাবার দায়িত্ব। তারা তাদের সামর্থ্যের মধ্যে, আপনার সকল প্রয়োজন মেটান।

আল্লাহ আমাদের রব (رب) - পালনকর্তা। আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনার যা লাগবে, সবকিছুই আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ আপনাকে সকল প্রয়োজনীয় বস্তু দেন।

সবাই আল্লাহর কাছে বড় জিনিস চায়। পরীক্ষায় প্রথম হওয়া, চাকরি, বাড়ী, গাড়ী ইত্যাদি। হ্যাঁ, বড় জিনিস তো অবশ্যই চাইবেন কিন্তু, বারবার ছোট জিনিস চাইলে, আল্লাহর রহমত চোখে দেখতে পাবেন।

  • সকালে রাস্তায় বের হয়ে, রিকশা দেখতে পাচ্ছেন না। আল্লাহর কাছে চাইবেন - আমাকে একটি রিকশা মিলিয়ে দাও।
  • বাজারে গিয়ে কই মাছ খুজে পাচ্ছেন না। আল্লাহর কাছে চাইবেন - আমাকে কই মাছ মিলিয়ে দাও।
  • অমুক লোককে তিন বার ফোন দিয়েও, তাকে পেলেন না। আল্লাহর কাছে চাইবেন - অমুককে খুজে পাবার ব্যবস্থা করে দাও।
  • আজকে ৫,০০০ টাকা লাগবে ; আপনার কাছে মাত্র ৩,০০০ আছে। আল্লাহর কাছে চাইবেন - আমাকে ২,০০০ টাকা মিলিয়ে দাও।
  • আপনার মাথায় ব্যথা করছে। আল্লাহর কাছে চাইবেন - আমার ব্যথা দুর করে দাও।

এভাবেই, সারাদিন ধরে, ঘরে বাইরে সবখানেই আল্লাহর কাছে ছোট ছোট জিনিস চাইবেন।

মনে রাখবেন, যেটা চাইবেন, আল্লাহ সেটা আকাশ থেকে ফেলেন না। অন্য কোন মানুষের মাধ্যমে আপনার প্রয়োজন মিটিয়ে দেন।

সারাদিন ধরে আল্লাহর কাছে চাইতে থাকুন। সারাদিন আল্লাহর রহমত চোখে দেখতে থাকুন। তখন আর মনে সন্দেহ থাকবে না।

Comments