আল্লাহর রহমতে, দুটি ভিন্ন দেশে সুখ ও শান্তি দেখার সুযোগ হয়েছে। বেশিরভাগ মানুষ এই দুটি জিনিসের পার্থক্য বোঝে না। দুটি জিনিস কাছাকাছি হলেও হুবহু এক নয়।
শান্তি দেখেছি অস্ট্রেলিয়াতে ; আর সুখ দেখেছি ইন্দোনেশিয়াতে
অস্ট্রেলিয়া: মানবাধিকার আর ব্যক্তি-স্বাধীনতা কাকে বলে, সেটা অস্ট্রেলিয়াতে কয়েক বছর না থাকলে বোঝা যায় না। একজন গৃহহীন ভিক্ষুক যতটা অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে জীবনযাপন করে, আমাদের দেশের উচ্চ-মধ্যবিত্তরাও ততটা সুবিধা পায় না। একজন মানুষ যতই গরীব হোক না কেন ; খাবার, শিক্ষা, চিকিৎসা, ইত্যাদি মৌলিক বিষয়ের অভাব হবে না। Pizza Hut, KFC, Dominos Pizza, McDonalds এসব দোকানের মুল কাস্টমার হলো গৃহহীন ভিক্ষুকরা।
- মানুষের সকল চাহিদা পূরণ হয়, প্রয়োজন মিটে যায়, সেজন্য একে অন্যের সাথে দ্বন্দ করা লাগে না। একে অন্যের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে।
ইন্দোনেশিয়া: ধনী আর গরীব কি জিনিস, সেটা দেখার জন্য ইন্দোনেশিয়াতে আসতে হবে। এমন গরীব আর এমন ধনী, আপনি কখনো দেখেন নি। সকল থেকে রাত পর্যন্ত কাজ করে ৩-৪ ডলার আয় করে, এমন মানুষ আছে। আবার, প্রতিদিন ৩-৪ হাজার ডলার আয় করে, তেমন মানুষ আছে। এক কথায়, ইন্দোনেশিয়াতে সবকিছুই অতিরিক্ত। মাঝামাঝি কিছু নেই। আমার নিজেরও কয়েকবার এমন হয়েছে - বাসে চড়ে গিয়ে, ফাইভ-স্টার হোটেলে খেয়েছি। আবার গড়িতে চড়ে গিয়ে, ফুটপাথের পাশের দোকানে খেয়েছি। সবকিছুই অতিরিক্ত। মাঝামাঝি থাকা কষ্টকর।
- এমন অদ্ভুত জীবন যাত্রার কারনে, মধ্যবিত্ত মানুষ, ধনী ও দরিদ্রের মাঝে দুলতে থাকে। একজন মধ্যবিত্ত মানুষ, একই দিনে, কিছুক্ষণ ধনীর মতন ও কিছুক্ষণ দরিদ্রর মতন সময় কাটায়। ধনী গরীব সবাই একসাথে, পাশাপাশি থাকে। এজন্যই মানুষ যেমন অবস্থায় আছে ; তেমনই থাকতে চায়। নিজের অবস্থার পরিবর্তন চায় না। যেমন আছে, সুখে আছে।
এক কথায়, যে দেশের মানুষ নিজের প্রয়োজন মিটিয়ে উন্নত জীবন যাপন করছে (অস্ট্রেলিয়া) তারা শান্তিতে আছে। আর, যে দেশের মানুষ নিজের অবস্থার পরিবর্তন চায় না, এমনিতেই ভালো আছে (ইন্দোনেশিয়া) তারা সুখে আছে।
বোনাস:
এই বিষয়ে আরেকটি কথা বলার দরকার। শান্তি ও সুখ এর বিপরীত শব্দ কি? অশান্তি ও দুঃখ। এই দুটি জিনিস কোথায় পাওয়া যায়?
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। যতক্ষণ না তোমরা (মরে) কবরে উপস্থিত হও (সুরা তাকাসুর - ১,২)
বিশ্বের সকল জাতির মানুষ চোখে দেখার সৌভাগ্য হয়েছে। প্রতিযোগীতা অনেকেই করে ; কিন্তু এমন অশান্তি ও দুঃখ করে প্রতিযোগীতা দেখিনি। এমন, কবরে যাবার আগ পর্যন্ত প্রতিযোগীতা, অন্য কোন জাতির মধ্যে দেখিনি। অবস্থা দেখে মনে হয় কোরআনের এই আয়াত, আমাদের জাতির জন্য নাজিল করা হয়েছে।
Comments
Post a Comment