আল্লাহকে কে সৃষ্টি করেছে


আপনারা সবাই "পেশা" জিনিসটা চেনেন। কেউ একটি কাজ খুব ভালোভাবে করতে পারলে, সেটা তার পেশা হয়। তিনি সেই নামে পরিচিত হন। তেমন কিছু সাধারণ পেশার ব্যাপারে, খুব সহজ প্রশ্নের উত্তর দিন …..

  • ড্রাইভারকে কে চালিয়েছে?
  • গায়ককে কে গেয়েছে?
  • চিত্রশিল্পীকে কে একেছে?
  • খেলোয়াড়কে কে খেলেছে?
  • রাধুনীকে কে রান্না করেছে?

এই ৫ টি প্রশ্নের মধ্যে, একটি প্রশ্নেরও উত্তর দিতে পারবেন না। কারণ, এগুলো ভুল প্রশ্ন। ড্রাইভারকে চালানো যায় না, খেলোয়াড়কে খেলা যায় না, রাধুনীকে রান্না করা যায় না। এগুলো সবই ভুল প্রশ্ন। এর কোন উত্তর হয় না।

ঠিক তেমনই, হাজার বছর পুরাতন ভুল প্রশ্ন - সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে?

আল্লাহর সবচেয়ে পুরাতন সৃষ্টি - সময়। এই সময়ের কারণেই অতীত, বর্তমান ও ভবিষ্যত দেখতে পাই। আপনি অতীতে একজন শিশু ছিলেন, বর্তমানে যুবক হয়েছেন, ভবিষ্যতে বৃদ্ধ হবেন। সময় জিনিসটা না থাকলে, অতীত বলে কিছু থাকতো না।

আপনি যখন প্রশ্ন করেন "আল্লাহকে কে সৃষ্টি করেছে?" তখন আপনি অতীতের পরিস্থিতি জানতে চান। আপনি জানতে চান, আল্লাহর আগে, কি ছিলো, কেমন ছিলো।

সময় সৃষ্টির আগে, সময় বলে কিছু ছিলো না, অতীত বলে কিছু ছিলো না। তখন, আগে বা পরে বলে কিছুই ছিলো না। আল্লাহ কখনো সৃষ্টি হন নি। তিনি সর্বদা আছেন।



Comments